চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বায়েজিদের বার্মা কলোনিতে ছুরিকাঘাতে কিশোর আহত

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৩ | ১০:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বার্মা কলোনিতে ছুরিকাঘাতে সাহাব (১৫) নামে এক কিশোর আহত হয়েছে। সে বার্মা কলোনি এলাকার আমির হোসেনের পুত্র। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় আকাশ নামে ভিকটিমের এক বন্ধু সাহাবকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে।

জানা গেছে, সাহাব হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তবে কি সংক্রান্ত বিরোধে তাকে কারা ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

এদিকে, সাহাবকে হাসপাতালে আনয়নকারী আকাশের মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, এ ধরনের কোন ঘটনার অভিযোগ নিয়ে এখনও কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট