চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

জেলেকে মারধর করে সাগরে নিক্ষেপ!

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৩ | ১১:৪২ অপরাহ্ণ

সাগরে জাল বসানোর জন্য খুঁটি স্থাপন নিয়ে বিরোধের জেরে এক জেলেকে মারধর করে সাগরে ফেলে দিয়েছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে হালিশহর থানাধীন আনন্দবাজার এলাকায় সি-বিচে এ ঘটনা ঘটে।

আহত অজিত দাস (৩০) হালিশহর আনন্দ বাজার এলাকার বাবুল দাসের ছেলে।

প্রদীপ দাস নামে আরেক জেলে পূর্বকোণকে জানান, কয়েকজন জেলের সঙ্গে সাগরে জাল বসানোর স্থান নিয়ে তার বিরোধ রয়েছে। এ বিষয়ে উভয়পক্ষে সালিশি বৈঠকেরও উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রতিপক্ষ সালিশি বৈঠকে বসতে রাজি না হওয়ায় তিনি তার জায়গায় জাল বসিয়ে চলে আসেন। এতে ক্ষুদ্ধ হয়ে অন্তত ৫ জন জেলে অজিত দাসের ওপর হামলা করে তাকে সাগরে ফেলে দেয়। খবর পেয়ে জেলেরা গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

প্রদীপ দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, অজিত দাস হলেন তার কর্মচারী। তার সাথে কারো কোন শত্রুতা নেই। অকারণে তাকে মেরে সাগরে ফেলে দিল।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট