চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে চট্টগ্রামে শিক্ষার্থীর আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৩ | ১০:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এসি দাশ লেনের মেথরপট্টিতে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। তার নাম স্বাধীন আচার্য (২২)। সে ওই এলাকার দীপঙ্কর আচার্যের ছেলে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা একজনের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে স্বাধীন। তাকে উদ্ধার করে গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

স্বাধীনের আত্মীয় প্রিয় আচার্য পূর্বকোণকে বলেন, বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। সেখানেও তার নাম ওয়েটিং লিস্টে ছিল। এ কারণে সে মানসিক অবসাদে ভুগছিল।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট