চট্টগ্রাম রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অপহরণের ২১ দিন পর কলেজ ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট, ২০২৩ | ৯:০২ অপরাহ্ণ

নগরীর বাকলিয়া সরকারী কলেজের এক ছাত্রীকে অপহরণের ২১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ৯ আগস্ট) সন্ধ্যায় হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। 

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার মো.শাহ আলমের ছেলে। বর্তমানে নগরীর বহদ্দারহাটের খাজা  রোডের কবরস্থান এলাকার এসএন ম্যানশনের ভাড়াটিয়া।

ভিকটিমের বাবা লিটন কান্তি দত্ত বলেন, আমার একটি মাত্র মেয়েকে অপহরণ করার পর আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। গত ১৯ জুলাই কলেজ থেকে না ফিরলে পরদিন বাকলিয়া থানায় হারানো জিডি করি। পরে জানতে পারি কলেজের সামনে থেকে আমার মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। বিষয়টি বাকলিয়া থানার ওসি স্যারকে জানালে তিনি মামলা করার পরামর্শ দেন। গত ৩ আগস্ট থানায় মামলা দায়ের করা হয়। আজ বাকলিয়া থানার সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট