চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

দুইদিন বন্ধ চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

৮ আগস্ট, ২০২৩ | ৫:১৮ অপরাহ্ণ

প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসের কারণে চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান দুইদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি। 

 

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে এক সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

এতে বলা হয়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে এই চার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলের কারণে এ চার জেলার অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

এদিন বিকেলে এক সভায় শিক্ষামন্ত্রী জানান, রাঙ্গামাটি বাদে চট্টগ্রামের চার জেলায় আগামী দুইদিন সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে এইচএসসি পরীক্ষা পেছা‌নোর কোন সু‌যোগ নেই বলেও জানান তিনি।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট