চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি ওমর হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

৮ আগস্ট, ২০২৩ | ৩:৩৬ অপরাহ্ণ

নব নির্বাচিত এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম টানা পাঁচ মেয়াদে চিটাগাং চেম্বারের সভাপতি থাকার পর এবার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর হাজ্জাজ। এর মধ্য দিয়ে এক দশক পর চট্টগ্রামে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের সভাপতি পদে পরিবর্তন আসলো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২৩-২৫ মেয়াদে নব নির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ এর সন্তান। তিনি এর আগে ২০১৯-২১ মেয়াদে চিটাগাং চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হয়েছিলেন। তিনি রিলায়েন্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।

আগামী ৫ সেপ্টেম্বর চিটাগাং চেম্বারের ২৪ জন পরিচলাক পদে নির্বাচন হওয়ার কথা ছিল। এজন্য গত ১৫ জুন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। গত ৬ আগস্ট ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ২৪টি পরিচালক পদের বিপরীতে ২৪ জনই প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ায় প্রতিদ্বন্দ্বীবিহীন বিনা ভোটে ওই ২৪ জনই পরিচালক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত পরিচালকেরা মঙ্গলবার চিটাগাং চেম্বারের নতুন সভাপতি, সিনিয়র সহ-সভপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন। এর মধ্যে ওমর হাজ্জাজ সভাপতি ছাড়াও সিনিয়র সহ-সভপতি হয়েছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। এ নিয়ে তিনি টানা দুই মেয়াদে সিনিয়র সহ-সভপতি নির্বাচিত হলেন।

অন্যদিকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাইসা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী রাইসা মাহবুব। তিনি এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি এবং চিটাগাং চেম্বারের বর্তমান সভাপতি মাহবুবুল আলমের দ্বিতীয় সন্তান। মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২০২৫ মেয়াদে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স’র সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ।

এছাড়া নির্বাচনী বোর্ডের মোহাম্মদ আলী চৌধুরী ও ওয়াহিদ আলম এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান সরওয়ার হাসান জামিল। সভায় নির্বাচনী বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক এ. কে. এম. আক্তার হোসেন’র পরিচালনায় নবনির্বাচিত পরিচালকদের মধ্য থেকে প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত পরিচালকদের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ হচ্ছেন- প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, সিলভার সিন্ডিকেটের স্বত্বাধিকারী এ. কে. এম. আক্তার হোসেন, এ. এস. শিপিং লাইন্সের স্বত্বাধিকারী অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জে.এন. শিপিং লাইন্সের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), আর.এস.বি. ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, নাহার পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান (টুটুল), হোসেন ফিশারিজের স্বত্বাধিকারী মাহফুজুল হক শাহ, গোল্ডেন কনটেইনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেনাজির চৌধুরী (নিশান), আর.এম. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আলমগীর পারভেজ, পাওয়ারবাংলা কর্পোরেশনের স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, সিপিডিএল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ফোর এইচ এপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, মডার্ন হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী, চয়েস মোটরসের স্বত্বাধিকারী মাহবুবুল হক, পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার পারভেজ, আজাদ সিন্ডিকেটের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম আজাদ, এফ.এ. ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এম. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মনির উদ্দিন, সেরি মেচান ট্রাভেলের স্বত্বাধিকারী আখতার উদ্দিন মাহমুদ, অর্কিড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্পেকট্রাম সলিউশন্স এর স্বত্বাধিকারী ওমর মুক্তাদির।

প্রসঙ্গত, চিটাগাং চেম্বারের ২৪ জন পরিচালক নির্বাচনের জন্য ১৫ জুন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর চেম্বার পরিচালক পর্ষদ নির্বাচনের সময় নির্ধারিত ছিল। কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ আগস্ট অর্ডিনারি ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১২জন প্রার্থী, এসোসিয়েট ক্যাটাগরিতে ৬টি পদের বিপরীতে ৬ জন, টাউন এসোসিয়েশন গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩ জন এবং ট্রেড গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন বৈধ বলে ঘোষণা করেন। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট