চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

৯ হাজার পানিবন্দী পরিবার পেল চসিক মেয়রের খাবার

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট, ২০২৩ | ৬:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরে নয় হাজার পানিবন্দী মানুষের মাঝে সোমবার খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সোমবারও পানিবন্দী মানুষদের হাতে মেয়রের পক্ষে খাবার পৌঁছে দিয়েছেন কাউন্সিলররা, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকার মানুষদের সরিয়ে দিচ্ছেন নিরাপদ আশ্রয়ে।

চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরীর অনেক এলাকায় পানি উঠে ঘরে মানুষ পানিবন্দী হয়ে  আছে জানতে পেরে তাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়া, পানিবন্দী ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ মানুষদের সরিয়ে নিতে কার্যক্রম চলমান আছে। 

সোমবার দুপুরে পশ্চিম বাকলিয়ায় ৩০০ পরিবার, পূর্ব ষোলশহরের বাড়াইপাড়া এলাকার পানিবন্দী ২ হাজার পরিবার, মোহরা ওয়ার্ডের ৩ হাজার জলমগ্ন পরিবার, সরাইপাড়ায় ৩০০ পরিবার, দক্ষিণ আগ্রাবাদে ২০০ পরিবার, চকবাজার ওয়ার্ডে ৫০০ পরিবার, চান্দগাঁও ওয়ার্ডে ১ হাজার মানুষের মাঝে শুকনো খাবার ও ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর আগে শনিবার ৮ হাজার ও রোববার ৬ হাজার পানিবন্দী মানুষকে খাবার দেয়া হয় চসিক মেয়রের পক্ষ থেকে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট