চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামের ১৬ আসনে ভোটার ৬৩ লাখ

মুহাম্মদ নাজিম উদ্দিন

৭ আগস্ট, ২০২৩ | ২:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে সম্ভাব্য ভোটার সংখ্যা ৬৩ লাখ ১ হাজার ১৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮২ হাজার নয়জন। মহিলা ভোটার ৩০ লাখ ১৯ হাজার ১২৪ জন। হিজড়া ভোটার ৪২ জন।

 

সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম-৮ ও ১১ আসনে। কম ভোটার চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা করেছে নির্বাচন কমিশন।

 

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। ৫ বছরের ব্যবধানে ভোটার বাড়ছে ৬ লাখ ৬৩ হাজার ৭১০ জন।

 

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কার্যালয়। চট্টগ্রামের ১৬ আসনের ভোটার তালিকা ইতিমধ্যেই কমিশনে পাঠানো হয়েছে। ভোটার তালিকার পর এখন ভোটকেন্দ্রের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে।

 

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, এটি খসড়া তালিকা। নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটার ও ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট