চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

৩০ বছরে বৃষ্টির রেকর্ড চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট, ২০২৩ | ১:৩৪ অপরাহ্ণ

রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। গতকাল (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। যা গত ৩০ বছরের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছেন আবাহওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

 

চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, চলতি আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ৫৩০ দশমিক ৬ মিলিমিটার। কিন্তু গত ছয়দিনেই ৫৪৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার (গতকাল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। যা গত ৩০ বছরে সর্বোচ্চ।

 

তিনি আরো বলেন, চলমান বৃষ্টি অব্যাহত থাকবে  সোমবার (আজ) এবং আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত। এরপর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট