চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

খাতা পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আয় প্রায় কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

৬ আগস্ট, ২০২৩ | ১১:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে খাতা পুনঃনিরীক্ষণের জন্য ২৬ হাজার ৬২৩ জন শিক্ষার্থী ৭১ হাজার ১০৮টি খাতার ফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। প্রতি বিষয়ের জন্য শিক্ষার্থীকে ১২৫ টাকা করে ফি দিতে হয়েছে। সেই হিসেবে শিক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণ বাবদ শিক্ষা বোর্ডের আয় ৮৮ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

 

গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছেন। আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পাননি। ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পেয়েছিলেন। ফল প্রকাশের পরদিন ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয় এবং ৪ আগস্ট শেষ হয়।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৬২৩ জন শিক্ষার্থী ৭১ হাজার ১০৮টি খাতার ফলাফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। প্রতি বিষয়ে আবেদনের জন্য ১২৫ টাকা করে ফি দিতে হয়। নিয়ম অনুযায়ী তা যাচাই-বাছাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করা হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট