চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সীতাকুণ্ডে অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৩ | ৫:৫৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে প্রকাশ্যে মাদকের ব্যবসায় বাধা পেয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকাবাসীকে ধমকাতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ৮ মামলার আসামি মো. এখলাস (৩৯)।

 

গ্রেপ্তার এখলাস উপজেলার মুরাদপুর ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ার শাহ আলম সওদাগরের ছেলে।

 

আজ রবিবার (৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে পুলিশ জানতে পারে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বহু অপকর্মের হোতা এখলাস ও তার দলবল মাদক ব্যবসায় বাধা পেয়ে এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন করার লক্ষ্যে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দিবাগত রাত ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে এখলাসকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। কিন্তু তার সঙ্গীরা পালিয়ে যায়।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, গ্রেপ্তার এখলাস একজন চিহ্নিত অপরাধী। সে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াত। এ কারণে তার বিরুদ্ধে থানায় আগেও ৮টি মামলা ছিল। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রবিবার আরও একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট