চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

৮০ বছরেও তারুণ্য ধরে রেখেছেন ডা. দুলাল দাশ

বিজ্ঞপ্তি

৫ আগস্ট, ২০২৩ | ২:২৯ অপরাহ্ণ

১৯৪৩ সালের ৫ আগস্ট রাউজানের নোয়াপাড়া গ্রামে জন্ম নিয়েছিলেন ডা. দুলাল দাশ। তারপর একে একে জীবনের ৮০টি বসন্ত পার করে ৮১ বছরে পা রেখেছেন তিনি।

এই পরিণত বয়সেও সেই তারুণ্য ধরে রেখেছেন চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত অ্যানেস্থেসিওলজিস্ট ডা. দুলাল দাশ। আজও ভোরের সূর্যোদয়ের সাথে সাথে বের হয়ে পড়েন প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে। ছুটে যান মেহেদিবাগ আমীরবাগ এলাকায় তার বাসার পাশে চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে। সেখানে সকলের সাথে পাল্লা দিয়ে হাঁটেন, শরীর চর্চা করেন। এরপর সকলের সাথে মেতে ওঠেন হাসি, গল্প আর উচ্ছলতায়। এভাবেই নিজের তারুণ্যকে ধরে রেখেছেন তিনি।

অবসরে ব্যস্ত থাকেন লেখালেখি নিয়ে। দিনের কিছুটা সময় পার হয় নিজের হাতে গড়া ছাদবাগানের পরিচর্যায়।

চিরতরুণ ডা. দুলাল দাশের ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ৫ আগস্ট শনিবার। এ উপলক্ষে ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি ফ্রেন্ডস ক্লাব। নগরীর চট্টেশ্বরী এলাকায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ওয়ার সিমেট্রি ফ্রেন্ডস ক্লাব ও হাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. শাহ আলম। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ডা. মাহফুজুর রহমান, অধ্যাপক ড. বশীর আহমেদ, ডা. আবুল কাশেম মাসুদ, লোকমান হোসেন ভূঁইয়া, মো. ওমর ফারুক, শিরিন হায়দার, লিয়াকত আলী খান, প্রকৌশলী তোফাজ্জল হোসেন, নাবিদুল আলম, গোলাম বাকি মাসুদ প্রমুখ।

পূর্বকোণ/মাহমুদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট