চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
একই রায়ে দুই আসামিকে ৩ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন সাতুড়া এলাকার সুনাম উদ্দিনের ছেলে মো. মিশু (২৬) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিমনগর থানাধীন কুনদা বড়বাড়ীর মো. আলীর ছেলে মো. হৃদয় (২৮)।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম। তিনি বলেন, জোরারগঞ্জে কিশোরী ধর্ষণের মামলায় আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।
জানা যায়, ২০২০ সালের ২৭ অক্টোবর জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে প্রতিবেশী মিশু ও তার বন্ধু হৃদয় মিলে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৭ অক্টোবর দু’জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পূর্বকোণ/আরআর/এএইচ