নগরীর দুই নম্বর গেট এলাকায় ফুটপাত দখল করে রমরমা ব্যবসা চলছে হকারদের। ফুটপাত ‘হজম’ শেষে এখন সড়ক দখলের প্রতিযোগিতাও চলছে হকারদের মধ্যে। এতে সড়কে যেমন যানজট তৈরি হচ্ছে, তেমনি পথচারীদের হাঁটার জায়গাও সংকুচিত হয়ে আসছে। সিটি কর্পোরেশন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পথচারীদের।
বুধবার সরেজমিন ঘুরে দেখা গেছে- ২ নম্বর গেট এলাকায় বায়েজিদ সড়কের প্রবেশমুখ থেকে রেলগেট এলাকা পর্যন্ত পুরো এলাকার ফুটপাত দখল করে ব্যবসা করছেন হকাররা। শিশু কবরস্থানের পাশের ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে দোকানও। রেললাইনের দুই পাশেও ঝুঁকি নিয়ে হকাররা দোকান বসিয়েছেন। এসব অস্থায়ী দোকানে রকমারি ফল, সবজি, মাছের বাজার বসিয়েছেন তারা।
দিনের পর দিন এই অবস্থা চলতে থাকলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা। তাদের একজন সুভাষ দে। তিনি পূর্বকোণকে বলেন, শহরের অন্যতম জনবহুল এলাকা ২ নম্বর গেট। গুরুত্বপূর্ণ এই এলাকায় ফুটপাত-সড়ক দখল হয়ে যাচ্ছে। মানুষ ফুটপাতে হাঁটতে পারছে না। সড়কে যানজট তৈরি হচ্ছে। এই অবস্থা দেখে মনে হয় না- সিটি কর্পোরেশন, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে।
নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার জয়নাল আবেদীন পূর্বকোণকে জানান, সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচলের পরিবেশ বজায় রাখতে আমরা কাজ করছি। কেউ প্রতিবন্ধকতা তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/মাহমুদ