চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বহিরাগতদের তাড়াতে চমেকের প্রধান ছাত্রাবাসে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক

৩ আগস্ট, ২০২৩ | ১২:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রধান ছাত্রাবাসে পুলিশের সহযোগিতায় তল্লাশি চালিয়েছে কলেজ প্রশাসন। এ সময় ছাত্রাবাসে অবৈধভাবে কক্ষ দখল রাখা তিনটি কক্ষ উদ্ধার করে সেগুলো সিলগালা করা হয়। এরমধ্যে একটিতে ইন্টার্ন চিকিৎসক নেতা ও দু’টি দুই শিক্ষার্থী অবৈধভাবে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

 

কলেজ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে ছাত্রাবাসের কক্ষ অবৈধভাবে দখল করে কিছু শিক্ষার্থী অবস্থান করছিলেন। যেখানে ছাত্রত্ব নেই এবং বহিষ্কৃতরাও রয়েছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা দীর্ঘদিন এসব কক্ষ দখলে রেখেছেন বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

 

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, ‘অছাত্র ও বহিষ্কৃতরা ছাত্রাবাসের কক্ষ দখল করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একজনকে হাতেনাতে পাওয়া যায়। পুলিশের সহযোগিতায় তার কক্ষের সকল আসবাবপত্র বের করে দেয়া হয়। পরবর্তীতে আরও দুটি কক্ষে গেলেও কক্ষ দুটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তিনটি কক্ষই সিলগালা করা হয়েছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে, যেন কোন বহিরাগত ছাত্রাবাসে অবস্থান না করতে পারে। আমরাও এ বিষয়ে কঠোর অবস্থানে আছি।’

 

চকবাজার থানার ওসি মনজুর কাদের বলেন, ‘যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছাত্রাবাসে পুলিশ মোতায়েন রয়েছে। নজর রাখা হয়েছে।’

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট