চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নিজ দোকানের কর্মচারী করল চুরি: সাড়ে ৩ লাখ টাকাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট, ২০২৩ | ১:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জলসা মার্কেটের এক জুতা ব্যবসায়ীর টাকা চুরির ঘটনায় সাব্বির হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, মাসুদ রানা নামে জলসা মার্কেটের এক জুতা ব্যবসায়ী অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, গত ৩০ জুলাই ব্যাংক থেকে ৪ লাখ ২০ হাজার টাকা তুলে মার্কেটের চার তলার ভাড়া করা রুমে রাখেন। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যেকোন সময়ে চোরেরা তালা ভেঙে টাকাগুলো চুরি করে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় তারই দোকানের কর্মচারী মো. সাব্বির হোসেন এই টাকা চুরি করেছে। পরে তিনি এ ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে এবং তার কাছ থেকে ৩ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট