চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

প্রতিবেশীর সন্তান চুরি করে গ্রামে পলায়ন, দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১ আগস্ট, ২০২৩ | ১০:৫৬ অপরাহ্ণ

নগরীর পাহাড়তলী থানার নোয়াপাড়া এলাকায় বাসা থেকে প্রতিবেশী এক শিশুকে চুরি করে কুমিল্লায়  পালানো এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ জুলাই) গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার চরপাড়া এলাকা থেকে শিশুটি উদ্ধারের পাশাপাশি দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে । পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন : হোসনা আক্তার (৪০) এবং তার স্বামী মো. রুবেলকে (২৫)।

পুলিশ জানিয়েছে, পাহাড়তলী থানার নোয়াপাড়া এলাকার বাসা থেকে তিন বছর বয়সী মেয়েটি চুরি হয় গত রোববার। গত রোববার রাতে শিশুটির বাবা-মায়ের দায়ের করা একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বাসার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে এক নারী শিশুটিকে কোলে করে নিয়ে যাওয়ার তথ্য মেলে। পরেচৌদ্দগ্রাম উপজেলার চরপাড়া এলাকা থেকে অভিযুক্ত হোসনা ও রুবেলকে গ্রেপ্তার পূর্বক শিশুটি উদ্ধার করা হয়। 
ওসি মোস্তাফিজুর রহমান জানান, আট বছর আগে বিয়ে হয় হোসনা আক্তার ও মো. রুবেলের। কিন্তু তাঁরা নিসন্তান। তাই প্রতিবেশীর তিন বছর বয়সী এক শিশু চুরি করে এই দম্পতি চলে যান কুমিল্লায় গ্রামের বাড়িতে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চুরি হওয়া শিশুর বাবার মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট