চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় বৌদ্ধ মন্দির ভাংচুরের ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১ আগস্ট, ২০২৩ | ৯:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন চরম্বার বিবিবিলা শান্তি বিহার মন্দিরে ভাংচুরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (৩১ জুলাই) রাতে লোহাগাড়া থানার  বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হল- রবিউল ইসলাম রুবেল (৩৩) এবং ইউপি সদস্য বশিরুল আলম শরীফ প্রকাশ বশির আহাম্মদ (৪৫)। 

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণ অনলাইনকে বলেন, ২০২০ সালের মে মাসের চার তারিখে ৩০/৩৫ জনের একটি গ্রুপ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে চরম্বার বিবিবিলা শান্তি বিহার মন্দিরে ভাংচুর চালায়। চাঞ্চল্যকর মামলাটি থানা পুলিশ তদন্ত শেষে তদন্তে প্রাপ্ত ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করিলে বাদী পক্ষ নারাজী প্রদান করেন। তৎপ্রেক্ষিতে আদালত পিবিআইকে অধিকতর তদেন্তর নির্দেশ দিলে পিবিআই চট্টগ্রাম জেলার উপ-পুলিশ পরিদর্শক শফিউল আলমকে তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়।  তিনি বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট