চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কোতোয়ালী থানার মাদক মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৩ | ৭:৫৭ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার ১৫ বছর আগের মাদক উদ্ধারের মামলায় মো. শাহজাহান নামে এক ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ জুলাই) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, নগরের কোতোয়ালী থানার শহীদ সাইফুদ্দিন খালেদ রোডের চট্টগ্রাম ক্লাব প্রবেশমুখের সামনে থেকে ২০০৭ সালের ২১ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারের পেছনে কয়েকটি বস্তা থেকে ৫০৪টি ক্যানে থাকা ২৫২ লিটার নিষিদ্ধ বিয়ারসহ মো. শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। 
এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আদালতে বিচার শুরু হয়।  আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট