খালের জমি দখলদারদের এক ইঞ্চিও ছাড় দেয়া হবে না। যারা এখনো খালের জমি দখল করে আছেন, তারা নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিন। অন্যতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিবে। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চাক্তাই খালের চামড়া গুদাম এলাকা পরিদর্শনের সময় স্থানীয়দের এসব কথা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শাহ আলী। খাল পরিদর্শনের সময় প্রকল্প পরিচালক চাক্তাই এলাকার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। খালের মধ্যে ময়লা না ফেলা এবং খালের অংশে কোন স্থাপনা নির্মাণ না করার ব্যাপারে ব্যবসায়ী ও স্থানীয়দের সতর্ক করেন। খালের পাড় সম্প্রসারণ, সড়ক ও ফুটপাত নির্মাণে স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে এখনো যারা ক্ষতিপূরণ পায়নি, তাদের ক্ষতিপূরণের জন্য দ্রুত আবেদন করতে বলেন তিনি।
পূর্বকোণ/মাহমুদ