চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

মশার লার্ভা পাওয়ায় চট্টগ্রামে ৪ ভবন মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৩ | ১১:২৫ অপরাহ্ণ

জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় ৪ ভবন মালিককে ৮০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতা। বৃহস্পতিবার ( ২৭ জুলাই) নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বাসা-বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করে অভিযান চালানো হয়। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে নির্মাণাধীন ভবনের নীচে ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় ৪ ভবন মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অংশ নেন- সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট