চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ডিবির হাতে ডলার প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৩ | ৯:০১ অপরাহ্ণ

ডলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন সাগরপাড় সড়কের বিশ কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের (বন্দর ও পশ্চিম) উপ পুলিশ কমিশনার মো. আলী হোসেন। 

গ্রেপ্তারকৃতারা হলেন :  মো. ওবাইদুর ফকির (৩৫)  মো. সিরাজ তালুকদার (৫৯), মো. রওশন শেখ (৩৫), মো. রিপন খান (৩৬)।

তিনি জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির হালিশহর থানাধীন চৌধুরী পাড়া, সাগরপাড় সড়কসহ বিশ কলোনি রাস্তা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ জুলাই জনৈক মো. আমিনুল ইসলামকে প্রতারক চক্র দুই হাজার আমেরিকান ডলার দেবে, বিনিময়ে বাদী নগদ এক লক্ষ টাকা প্রতারক চক্রকে দেবে মর্মে কথা হয়। বাদী এক লক্ষ টাকা দিলে প্রতারক চক্র ডলার আছে বলে গামছা দিয়ে মুড়িয়ে একটা পুটলা দেয়। কিছুদূর গেলে বাদী গামছা খুলে দেখেন সেখানে ডলারের পরিবর্তে পুরাতন পেপার মোড়ানো। প্রতারিত হওয়ার পর বাদীর অভিযোগের প্রেক্ষিতে উল্লেখিত প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার ডলার প্রতারক চক্র।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট