চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৩ | ৪:১১ অপরাহ্ণ

মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। ওই জেলের নাম মোহাম্মদ টিটু (৩৮)। তিনি আনোয়ারার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোর্দ্দ গহিরা এলাকার কালু চৌকিদারের ছেলে।

 

মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে নগরীর অভয়মিত্রঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

সদরঘাট নৌ থানা-পুলিশ জানায়, রবিবার (২৩ জুলাই) রাতে রায়পুর উপকূল থেকে টিটুসহ কয়েকজন জেলে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। উত্তাল সাগরে টিটু নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভয়মিত্র ঘাট এলাকায় মরদেহ ভেসে আসে। খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন।

 

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম উল্লাহ বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট