চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নিখোঁজের পাঁচদিন পর তরুণীকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৩ | ১:২৮ পূর্বাহ্ণ

নিখোঁজের পাঁচদিন পর এক তরুণীকে উদ্ধার করে তার বাবা মায়ের হাতে তুলে দিয়েছে নগর গোয়েন্দা পুলিশ । মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

তিনি জানান, গত ১৯ জুলাই  চকবাজার থানাধীন চন্দনপুরা নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় নাঈমা হোসেন মিথিলা (১৪) নামের এই তরুণী। পরদিন চকবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন মেয়েটির বাবা  মনজুর হোসেন (৪৮)। বিষয়টি আমলে নিয়ে মাঠে নামে (উত্তর ও দক্ষিণ) বিভাগের বিশেষ টিম ।

উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, ঘটনা তদন্তে জানতে পারি ওই কিশোরী এক ছেলের সাথে লক্ষীপুরে চলে গেছে। পরে ওই ছেলের সাথে আমরা যোগাযোগ করি। কিশোরীর পরিবারের সাথে ও ছেলের পরিবারের সাথে কথা বলে আমরা ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসি। পরে কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট