চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ভবনে এডিস মশার লার্ভা, ৮ মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৩ | ৯:১৪ অপরাহ্ণ

ছয় ভবনে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বাসা-বাড়ির ছাদ, বাগান ও নির্মাণাধীন ভবনগুলোতে ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করে এ জরিমানা আদায় করা হয়। 

এসময় ৮ ভবন মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। অভিযানে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান আবুল হাশেম এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহীর নেতৃত্বে চসিকের কর্মীরা মশা মারার ওষুধ ছিটান, মাইকিং করেন এবং জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট