চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা, বহিষ্কার ২ যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৩ | ১২:০০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে প্রকাশ্যে অংশগ্রহণ ও চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণাসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দুই যু্বদল নেতাকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।  সোমবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিস্কৃতরা হলেন, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসেন।
নগর যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে প্রকাশ্যে অংশগ্রহণ ও সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট