চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে আইআইইউসির দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

সীতাকুণ্ড সংবাদদাতা

২৪ জুলাই, ২০২৩ | ১১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় বেড়াতে গিয়ে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসির) শরীয়াহ্ অনুষদের স্নাতক দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

 

আজ সোমবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নেমে সাগরের ঢেউয়ে ভেসে গিয়েছিলেন তারা। রাত ১০টার পর স্থানীয়রা তাদের লাশ দেখতে পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিদের খবর দিলে তারা লাশ উদ্ধার করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত দুই শিক্ষার্থী হলেন, কুমিল্লার আলী আহসান মারুফ (২০) ও ভৈরবের মো. এনায়েত উল্লাহ (২০)। মারুফ দাওয়াহ ডিপার্টমেন্টে এবং এনায়েত কুরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট থার্ড সেমিস্টারে অধ্যয়নরত।

 

জানা যায়, তারা সীতাকুণ্ডের ছোটকুমিরা গোল আহম্মদের পশ্চিমে এস.এ চৌধুরী ইন্সটিটিউট এর ছাত্রাবাসে থাকতেন। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে কুমিল্লা থেকে কয়েকজন পর্যটক সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। তারা সন্ধ্যা ৬টার দিকে সাগর পাড়ে বেড়ানো শেষে তিনজন সাগরে গোসলে নামেন। তিনজনের মধ্যে দুইজন সাগরে নেমে সেখানে থাকা একটি লোহার সাঁকোর পাটাতন ধরে সাঁতরে সাগরের দিকে যেতে থাকেন। তারা কখনো পাটাতন ধরে আবার কখনো ছেড়ে সাগরের দিকে যাবার সময় একপর্যায়ে ভাটার টানে সাগরের দিকে চলে যায়।

 

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর ঘটনার কথা জানিয়ে বলেন, তারা বেড়াতে এসে ভাটার সময় সাঁতার কাটতে কাটতে সাগরের গভীরে যাচ্ছিল। ভাটার সময় সাগরের দিকে স্রোতের প্রবল টান থাকে। এ কারণে তারা যখন লোহার ব্রিজ ছেড়ে সাঁতার কাটছিল তখন হঠাৎ সাগরের দিকে ভেসে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কিন্তু ঘটনার পর থেকে আমরা লোকজন নিয়ে সাগরে দৃষ্টি রাখছিলাম। রাত ১০টার দিকে তাদের লাশ দেখতে পাওয়া গেলে আমরা পুলিশকে জানাই। নৌ পুলিশ ঘটনাস্থলে আসে। আমরাও সেখানে গিয়ে লোকজনের সহযোগিতা নিয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিই।

 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, গত কয়েকদিন জোয়ারের সময় প্রচুর পানি হচ্ছিল। আবার ভাটায় প্রবল টান ছিলো স্রোতের। ভাটার সময় পানিতে নামাই উচিত নয়। কিন্তু ঐ দুই ছাত্র না বুঝে ভাটার সময় সাগরের দিকে সাঁতার কাটতে গিয়ে ভেসে গেছে। রাত ১০টার পর তাদের লাশ পাওয়া গেছে।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, দুই ছাত্র সাগরে নেমে ভেসে যায়। রাত ১০টার পর তাদের লাশ পাওয়া গেছে। নৌ-পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট