সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, নবীনদেরকে জাতির কল্যাণে কাজ করতে হবে। কারণ তাদের মেধা এতো বেশি যে তাদের একটি ডিগ্রি তেমন কিছুই না। জাতির প্রত্যাশা পূরণে আপনারা অনেক মানবিক হবেন। তরুণদের মধ্যে দেশাত্মবোধ, নেতৃত্বগুণ থাকতে হবে।
আজ সোমবার (২৪ জুলাই) সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৮তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার আবদুস সালাম বলেন, সাউদার্ন মেডিকেল কলেজের ক্যাম্পাস অনেক বড়। আমি মনে করি দেশে এতো বড় সবুজ ক্যাম্পাস খুবই কম। লেখা-পড়ায়ও এই মেডিকেলের যথেষ্ট সুনাম রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদ সভাপতি অধ্যক্ষ ডা. জয়ব্রত দাশ, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালক ডা. আবু মনসুর মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী প্রমুখ।
এতে সকল বিভাগীয় প্রধান, লেকচারার, ১৮তম ব্যাচের নবাগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ