চট্টগ্রাম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কোমলমতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে: জেলা প্রশাসক

বিজ্ঞপ্তি

২১ জুলাই, ২০২৩ | ১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের জীবনের একমাত্র লক্ষ্য পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় হওয়া নয়, তাদের মানবিক ও দায়িত্বশীল মানুষ হতে হবে। কোমলমতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। বুধবার (১৯ জুলাই) দুপুরে কলেজিয়েট স্কুল মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আজকের প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার ও আঞ্চলিক উপ-পরিচালক উত্তম খীসা। উপস্থিত ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষিক রেহেনা আকতার, প্রাতঃ শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইলা সাহা প্রমুখ। বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনিছ ফারুক ও জেসমিন আরা। সভায় স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট