চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চমেক হাসপাতালে স্থাপিত হল আধুনিক যন্ত্র, মাথার অস্ত্রোপচার ১০ মিনিটেই

ইমাম হোসাইন রাজু

২৩ জুলাই, ২০২৩ | ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে যুক্ত হয়েছে মাথায় অস্ত্রোপচারের সর্বাধুনিক যন্ত্র ‘ক্র্যানিওটমি’। ফলে এখন থেকে মাত্র ১০ মিনিটেই সম্ভব হবে মস্তিষ্কের হাঁড়ের অস্ত্রোপচার কাজ। এতদিন হাসপাতালটির নিউরো সার্জারি বিভাগে সনাতন পদ্ধতিতে এ কাজ করতে হত। সময় লাগতো এক ঘণ্টারও বেশি। আধুনিক এ যন্ত্র স্থাপনের ফলে এখন থেকে সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে রোগীদের অস্ত্রোপচার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

 

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরে ৩ মে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) থেকে পাঠানো হয় মস্তিষ্কের হাঁড় কাটার আধুনিক যন্ত্র ‘ক্র্যানিওটমি’ ইলিকেট্রিক্যাল ড্রিলার। সুইজারল্যান্ড থেকে আনা এ মেশিনটির ক্রয় করা হয় প্রায় সাড়ে ২৪ লাখ টাকায়। যা সরবরাহ করে ঢাকার নিউটেক জিটি লিমিটেড নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এতদিন মেশিনটি বাক্সবন্দী অবস্থায় পড়ে থাকলেও গতকাল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এসে তা নিউরো সার্জারি বিভাগের অস্ত্রোপচার কক্ষে স্থাপন করেন। যা দিয়ে আজ থেকে কার্যক্রম শুরু করা হবে।

 

বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রবিউল করিম পূর্বকোণকে বলেন,  ‘মেশিনটি স্থাপনের কাজ শেষ। আজ রবিবার একটি সার্জারির মাধ্যমে উদ্বোধন করা হবে। পরবর্তী আরও দুই দিন সরবরাহকারী প্রতিষ্ঠানের উপস্থিতিতে কার্যক্রম চালানো হবে। নতুন মডেল ও আধুনিক যন্ত্র হওয়ার ফলে আশা করছি এখন থেকে মস্তিস্কের অস্ত্রোপচার করতে অধিক সময়ের প্রয়োজন হবে না।’

 

চিকিৎসকরা জানান, ‘ক্র্যানিওটমি’ যন্ত্র দ্বারা বিশ্বের উন্নত দেশগুলোতে মস্তিষ্কের অস্ত্রোপচার হয়ে আসছে। দেশের ঢাকার দুটি সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালগুলোতে এ যন্ত্র ব্যবহার হলেও সরকারি হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম এ যন্ত্র স্থাপন করা হয়। যদিও পুরনো একটি যন্ত্র ছিল হাসপাতালটিতে, কিছুদিন ব্যবহারের পর তা ত্রুটি থাকায় সনাতন পদ্ধতিতেই মস্তিষ্কের হাঁড় কাটার কাজটি করে যেতেন চিকিৎসকরা। আধুনিক এ যন্ত্র স্থাপনের ফলে কম সময়ের মধ্যেই অস্ত্রোপচার করতে পারবেন চিকিৎসকরা।

 

চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সানাউল্লাহ শামীম পূর্বকোণকে বলেন, ‘এতদিন সনাতন পদ্ধতিতে রোগীদের মস্তিষ্কের হাঁড় কাটতে হতো। যার জন্য সময় লাগতো এক ঘণ্টারও বেশি। নতুন আধুনিক যন্ত্র ‘ক্র্যানিওটমি’র মাধ্যমে মাত্র দশ মিনিটেই মস্তিষ্কের হাঁড় কাটা সম্ভব হবে। ফলে দ্রুত সময়ের মধ্যে মস্কিষ্কের অস্ত্রোপচার সম্ভব হবে। এসব যন্ত্র বিশ্বের উন্নত দেশগুলোতে ব্যবহার হয়ে থাকে। আধুনিক প্রযুক্তির এ যন্ত্র দ্বারা এখন থেকে চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগেও ব্যবহারের ফলে রোগীদের সেবা পাওয়া আরও সহজ হয়ে ওঠবে।’

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ‘বৃহত্তর চট্টগ্রামের একমাত্র টার্শিয়ারি পর্যায়ের হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে টেকনাফ থেকে কুমিল্লা পর্যন্ত রোগীরা ভিড় করে থাকেন। কিন্তু মস্তিষ্কের অস্ত্রোপচারগুলোকে করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। কেননা অস্ত্রোপচারের যন্ত্রগুলো এখনো সনাতন পদ্ধতিতে চলে আসছে। যার কারণে রোগীদের অস্ত্রোপচারের সময় মাসের পর মাসও পার হয়ে যায়। এখন থেকে আধুনিক যন্ত্রটি স্থাপনের ফলে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রোপার করতে পারবেন চিকিৎসকরা। আশা করছি-রোগীদের দীর্ঘ সময়েও প্রয়োজন হবে না।’

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট