চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৪৩ জন ডেঙ্গু আক্রান্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৩ | ৭:৩৩ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ১৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৩ জনে।

 

শনিবার (২২ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক জন মারা গেছেন। জেলার বোয়ালখালী থানাধীন এলাকার বাসিন্দা মিসকাত (১৪) ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ২০ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। ওইদিনই তার মৃত্যু হয়।

 

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৯২ ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৩৯ জন।

 

সুজন বড়ুয়া বলেন, জুলাই মাসে এক হাজার ৪৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন ১৩ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬ জন। এছাড়া মে-তে আক্রান্ত হন ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট