চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বেড়েছে লেয়ার মুরগির দাম, কমেছে ব্রয়লারের

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৩ | ১১:০৭ পূর্বাহ্ণ

সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে পাকিস্তানি লেয়ার মুরগির দাম। কেজিতে ৫০ টাকা দাম বেড়ে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। তবে কমেছে ব্রয়লার ও সোনালির মুরগির দাম। ব্যবসায়ীরা জানান, সপ্তাহ আগে ডিমের দাম বেড়েছে। এছাড়া মুরগির উৎপাদন কম হচ্ছে। বাচ্চার দামও বেশি, যে কারণে লেয়ার মুরগির দাম বেড়েছে।

 

নগরীর চকবাজারে দেখা যায়,  প্রতি কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। যা সাতদিন আগে বিক্রি হয়েছে ২৯০ থেকে ৩০০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা দাম বেড়েছে।

 

এদিকে কেজিতে ২০ টাকা কমেছে ব্রয়লার মুরগিতে। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকায়। এছাড়া অপরিবর্তিত রয়েছে সোনালি মুরগির দাম। প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়।

 

তবে মাছের দাম গত সপ্তাহের মতই রয়েছে। এ বাজারে রুই মাছ আকারভেদে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়, মৃগেল আকার ভেদে ২০০ থেকে ৩০০ টাকায়, কাতল আকার ভেদে ২৫০ থেকে ৩৪০ টাকায়, তেলাপিয়া আকার ভেদে ২০০ থেকে ২৬০ টাকায়, পাঙ্গাস ১৪০ থেকে ১৮০ টাকায়, লইট্যা ১৫০ থেকে ১৮০ টাকায়, পোপা ২০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকায়। কোথাও কোথাও ১৮০ টাকা দামেও বিক্রি হতে দেখা যায়। অপরিবর্তিত রয়েছে বাকি সবজির দাম। আলু বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়, পটল ৩০ থেকে ৪০ টাকায়, মিষ্টি কুমড়ো ৩০ থেকে ৩৫ টাকায়, লাউ ৩০ থেকে ৩৫ টাকায় কাকরোল ৩০ থেকে ৪০ টাকায়, তিতকরলা ৬০ থেকে ৭০ টাকায় ও চিচিঙ্গা বিক্রি করছে ৩০ টাকায়।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট