চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

যৌতুকের জন্য গৃহবধূ হত্যা : স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৩ | ৭:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে যৌতুক না পেয়ে স্ত্রীকে খুনের দায়ে মো. মহিউদ্দিন (২৮) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার ১৯ জুলাই জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডিত মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকার মো. নুরুর ছেলে।

আদালতের বিশেষ পিপি খন্দকার আরিফুল আলম বলেন, একই রায়ে আদালত দণ্ডিত আসামিকে তিন লাখ টাকা অর্থদণ্ড করেন। রায় ঘোষণার সময় আসামি মহিউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বাবা নুরু ও মা জরিনা বেগমকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালে ১৪ আগস্ট রাতে স্ত্রী সুমি আক্তারকে খুন করে স্বামী মহিউদ্দিন। এক লাখ টাকা যৌতুক না পেয়ে তাকে খুন করে। এ ঘটনায় নিহতের বাবা আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে তাদের তিন জনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ৫ জানুয়ারি চার্জ গঠনের মধ্য দিয়ে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আদালত। আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ মামলার রায় দেন।
পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট