চট্টগ্রাম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৩ | ৫:৫২ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৩ জনে।

 

বুধবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২৪৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

 

এদিকে একদিনে আক্রান্ত ১১৮ জনের মধ্যে মধ্যে ৬৪ জনের সরকারি হাসপাতালে এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৫৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

 

২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে মারা গেছেন ১১ জন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট