চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশ্রী ধর নামে ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

রাজশ্রী আনোয়ারা উপজেলার ধানপুরা এলাকার বাসিন্দা রাজীব ধরের মেয়ে। 

চমেক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হলে রাজশ্রীকে শনিবার চমেকে ভর্তি করা হয়। পরে ওই দিনই  রাতেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। সিভিল সার্জন কার্যালয়ে তথ্য অনুযায়ী চট্টগ্রামে এ বছর ২০ জন ডেঙ্গুতে মারা গেছেন। এর মধ্যে ১০ জনই শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৫৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট