চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ডেঙ্গু টেস্টে বাড়তি ফি আদায়, বন্ধ কেবি হেলথ কেয়ার ল্যাব

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩ | ৬:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকায় ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি আদায়ের অভিযোগে একটি বেসরকারি ল্যাবের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ। রবিবার (১৬ জুলাই) কেবি হেলথ কেয়ার নামের প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়ায় এর সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি।

তিনি বলেন, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবে ডেঙ্গু টেস্ট (এনএস–ওয়ান এবং আইসিটি ফর ডেঙ্গু) ফি প্রতিটি ৩শ টাকায় নির্ধারণ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অথচ কেবি হেলথ কেয়ার নামের বেসরকারি এ ল্যাবটি রোগীদের কাছ থেকে আদায় করে ১৫শ টাকা। যা ডেঙ্গু টেস্টের নির্ধারিত ফি’র চেয়ে আরও ১২শ টাকা বাড়তি। প্রতিষ্ঠানটির ল্যাব সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে তাদের বিরুদ্ধে কেন আইনগত ও প্রসাশনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জন্য আগামী তিন কর্মদিবসের মধ্যে সিভিল সার্জন বরাবরে লিখিত জবাব দিতে বলে হয়েছে। তবে ডাক্তারের চেম্বার চালু থাকবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট