চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

‘শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিএনপি বদ্ধপরিকর’

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৩ | ৮:২৭ অপরাহ্ণ

আগামীকাল শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগের শ্রমিক সমাবেশ কাজীর দেউড়ি নূর আহমদ সড়কে অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন স্থানে আজ প্রচারণা চালিয়েছে শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

আজ শনিবার (১৫ জুলাই) বিকালে নগরীর ওয়াসা, কাজীর দেউড়ি এলাকায় প্রচারণা চালানোর সময় নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, ‘বর্তমান সরকারের আমলে কেউ নিরাপদে নেই। শ্রমিক, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র, জনতা সবাই ভুক্তভোগী। ঠিকমতো দৈনন্দিন জীবন যাপনে বাজার খরচ চালাতেই হিমসিম খাচ্ছে সাধারণ মানুষ। শ্রমিক ভাইয়েরা সারাদিন যা ইনকাম করেন তা দিয়ে সংসারের বাজার, চিকিৎসা, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে নাস্তানাবুদ হচ্ছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বদ্ধপরিকর বিএনপি। বিএনপি জনগণের দুঃখ দুর্দশার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। তাই শেখ হাসিনার অবৈধ সরকারের বিদায়ে একদফা ঘোষণা করেছে বিএনপি।

 

এ সময় তিনি আগামীকালের চট্টগ্রাম বিভাগের শ্রমিক সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান করেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবনেতা ফোরকান, ইব্রাহিম, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম জুয়েল, রাসেদ, মো. দিদার, কাজীর দেউড়ি টাইলস মার্কেট শ্রমিক নেতা মো. কবির, তাজুল ইসলাম, রুবেল, ইমরান, শফিক, কাদের ও কাজীর দেউড়ি পিক-আপ চালক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট