চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত, শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৩ | ৬:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। এ সময় আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ডা. সুজন বড়ুয়া বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৫ জন এবং বেসরকারি হাসপাতালে ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫৪ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ১ হাজার ৩০৩ জন আক্রান্ত হয়েছেন।

 

ডা. সুজন বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে যে শিশুর মৃত্যু হয়েছে সে গত ১৩ জুলাই মারা গেলেও আমরা রিপোর্ট পেয়েছি আজ। এ কারণে মৃত্যুর খবরটি আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামে এ নিয়ে চলতি বছর ১৪ জনের মৃত্যু হয়েছে।’

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট