চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আকবরশাহে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. ইসমাইল হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইসমাইল চাঁদপুর জেলার মৃত মনু মিয়ার ছেলে।

 

শুক্রবার (১৪ জুলাই) রাত পৌনে ১২টায় পূর্ব ফিরোজশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, শুক্রবার রাতে পূর্ব ফিরোজশাহ এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৪ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট