চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৩৭ জন সরকারি ও ৩৭ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯৮ জন চিকিৎসাধীন আছেন। এই জেলায় চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট এক হাজার ১৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন।
পূর্বকোণ/আরআর/পারভেজ