চট্টগ্রামের ১৬ মামলার পলাতক আসামি মো. ইলিয়াছ মিয়াকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নয়টি মামলায় আদালত ইতিমধ্যে তাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।
গ্রেপ্তার মো. ইলিয়াছ মিয়া খুলশী থানাধীন লালখান বাজার এলাকার মৃত রঞ্জু সওদাগরের ছেলে।
সোমবার (১০ জুলাই) নাটোর জেলার সদর থানাধীন বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
তিনি জানান, আসামি ইলিয়াছ নগরীর ফলমন্ডি, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার, খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। সে সুবাধে বিভিন্নজনের কাছ থেকে চেকের মাধ্যমে লোন নিয়ে আত্মগোপন করেন ইলিয়াছ। পরে পাওনাদাররা তার বিরুদ্ধে আদালতে মামলা করেন। এসব মামলায় নয়টিতে আদালত তাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এছাড়াও চট্টগ্রাম, জয়পুরহাট এবং সাতক্ষীরার বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে আরও সাতটি মামলা বিচারাধীন রয়েছে। মামলা দায়েরের পর থেকে আসামি দীর্ঘ ১৮ বছর দেশ-বিদেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গতকাল তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নাটোর জেলার সদর থানাধীন বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাটোর সদর থানা এলাকায় আসামি নিজেকে মিয়া সাহেব ওরফে তুফান বলে পরিচয় দিতেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ