চট্টগ্রাম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বহদ্দারহাটে ৪৫৩ কেজি পলিথিন জব্দ, ৮ দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৩ | ১০:০০ অপরাহ্ণ

বহদ্দারহাট কাঁচাবাজার থেকে ৪৫৩ কেজি পলিথিন জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৮ দোকানিকে এসব পলিথিন রাখার দায়ে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার ( ১০ জুলাই)  বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং গালিব চৌধুরী। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা সহায়তা প্রদান করেন ।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “চট্টগ্রামকে একটি পলিথিনমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ঠেকাতে জেলা প্রশাসন কর্তৃক ১ জুলাই থেকে চট্টগ্রামে পলিথিন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর সকল প্রকার পলিথিন ব্যাগ ও পলিইথাইলিনজাত দ্রব্য ব্যবহার, বাজারজাতকরণ, বিক্রয়, প্রদর্শন ও মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।”

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট