চট্টগ্রাম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইপিজেডে সিডাব্লিওটিপিএলকে আড়াই কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৩ | ৮:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) চিটাগাং ওয়াস্ট ট্রিটমেন্ট প্ল্যান লিমিটেডকে (সিডাব্লিওটিপিএল) নদী দূষণের দায়ে ২ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১০ জুলাই) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস শুনানি শেষে এই জরিমানা ধার্য করেন। 

পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, গত ২০২২ সালের ১০ নভেম্বর সিডাব্লিওটিপিএল প্রতিষ্ঠানটিকে নদী দূষণের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় তাদেরকে সিইটিপি ক্রটি সংশোধন করার জন্য নির্দেশনা দেয়া হয়। কিন্তু তারা তাদের ক্রটি সংশোধন না করে ইনলেট থেকে তরল বর্জ্য কোন প্রকার পরিশোধন ছাড়াই সরাসরি বাইপাস করে পরিবেশ দূষণ করছে। এইরূপ  প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ক্রটি সংশোধন করতে আগামী তিন মাসের সময় দেয়া হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট