চট্টগ্রাম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নিজেদের মধ্যে হাতাহাতির নাটক সাজিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

৯ জুলাই, ২০২৩ | ১১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে মোবাইল ফোন দোকানের দুই কর্মচারীর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একটি চক্র। দুই কর্মচারী ব্যাংকে যাওয়ার পথে চক্রটি মারামারিতে জড়ানোর কৌশলে দু’জনকে ছয় সাতজনের জটলায় ফেলে মারধর ও ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল সফিনার সামনে এ ঘটনা ঘটে।

আহত দু’জন হলেন:  রিয়াজউদ্দিন বাজারের নুর এন্টারপ্রাইজের কর্মচারী মোহাম্মদ মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মোবাইল দোকানের মালিক থানায় মামলা করেছেন। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট