বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি যুবনেতা নওশেদ আল জাসেদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে মশাল মিছিল করেছে চান্দগাঁও থানা ছাত্রদল।
রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্রদল নেতা আবদুর রহমান আলফাজের নেতৃত্বে মিছিলটি চান্দগাঁও মৌলভী পুকুর পাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাট বাস টার্মিনাল এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সরকার বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। তাই তাকে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গৃহবন্দী করে রেখেছে। বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। সাবেক ছাত্রনেতা নওশেদ আল জাসেদুর রহমানকে ষড়যন্ত্রমূলক গত ১৪ জুন তারুণ্যের সমাবেশ থেকে বাসায় ফেরার পর সন্ধ্যায় মৌলভী পুকুর পাড় বাসা থেকে গ্রেপ্তার করে অস্ত্র মামলায় চালান দেয়। যা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক। সরকারের দুঃশাসনের প্রতিবাদে দেশের মানুষ যখন তারেক রহমানের নেতৃত্বে একদফার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তখন বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে সরকার শেষ রক্ষার চেষ্টা করছে। কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবে না। সরকারকে বিদায় নিতে হবেই।
এতে বক্তব্য রাখেন হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ মহিউদ্দিন, চান্দগাঁও থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কায়ছার আলম, যুগ্ম আহ্বায়ক রায়হান সিদ্দিকী, পারভেজ করিম, সদস্য রনি হোসেন, হাজেরা তজু কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান, সদস্য মেহেদী হাসান শাওয়ান প্রমুখ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ