চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

কাভার্ডভ্যান চালক হত্যায় নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ জুলাই, ২০২৩ | ১০:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চালক হত্যায় রোজিনা বেগম ওরফে রোজি (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। খুলনার দৌলতপুর থানার উত্তর বণিকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পিবিআই।

গ্রেপ্তার রোজিনা বাগেরহাটের শরণখোলা থানার মালিয়া গ্রামের রাজপুর এলাকার রোস্তম মোল্লার মেয়ে।

পিবিআই চট্টগ্রামের পরিদর্শক ইলিয়াস খান বলেন, কাভার্ডভ্যান চালক আকরাম উল্ল্যাহকে শ্বাসরোধে হত্যার পর খুলনা পালিয়েছিলেন তিনি।২০১৫ সালে খুলনার এক ব্যক্তির সঙ্গে রোজির বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তিনি চট্টগ্রামে পোশাক কারখানায় কাজ করতেন। চট্টগ্রামে তার স্বামীর চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে আকরাম উল্যাহর সঙ্গে তার পরিচয় হয়। করোনাকালে চাকরি চলে গেলে স্বামী-স্ত্রী গ্রামে চলে যান। পরে তার স্বামী সৌদি আরব চলে যান। মেয়েকে বোনের কাছে রেখে চট্টগ্রাম শহরে ফিরে আসেন রোজী। পোশাক কারখানায় চাকরি নেন। ২০২২ সালের ডিসেম্বরে আকরামের সঙ্গে তার আবার দেখা হয়। তাদের মধ্যে আবারও যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে সম্পর্ক গড়ে উঠে। বিবাহিত আকরামও তিন সন্তানের বাবা। চলতি বছরের এপ্রিল থেকে দু’জনে একসঙ্গে থাকা শুরু করেন। কিন্তু খরচ বহন করতে না পারায় দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়।

গত ৩০ জুন ঝগড়া হলে তাদের সম্পর্কের বিষয়টি রোজির স্বামীকে জানানোর চেষ্টা করেন আকরাম। তাতে বাঁধা দেন রোজি। এসময় তারা ধস্তাধস্তিতে জাড়িয়ে পড়েন। এর একপর্যায়ে রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করেন রোজি। আকরামকে খুন করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখেন রোজি। পরদিন সকালে বাসে করে খুলনা চলে যান তিনি। কিছুদিন পর বাসায় ফিরে এসে রক্তমাখা কাপড় পেছনের নালায় ফেলে দিয়ে আবারও খুলনায় যান। অভিযান চালিয়ে খুলনার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নিহত আকরামের মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির চাবি ও ব্যবহৃত কাপড় উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট