চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক

৬ জুলাই, ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী।

 

বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে নগরীর স্টেশন রোডের হোটেল হিলটাউন থেকে তাদের আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে স্টেশন রোড এলাকায় হোটেল হিলটাউন নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট