চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নতুন ব্রিজে জিপচাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক

৩ জুলাই, ২০২৩ | ৯:৫১ অপরাহ্ণ

নগরীর নতুন ব্রিজে (শাহ আমানত সেতু) জিপচাপায় মোহাম্মদ রবিউল ইসলাম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেল সাড়ে চারটায় এই ঘটনা ঘটে। পূর্বকোণ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন নতুন ব্রিজ এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মো. ওয়াসিম। 

তিনি জানান, মজ্জাইরটেক থেকে নতুন ব্রিজের বশিরুজ্জামান চত্বরের দিকে নামার মুখে রাস্তার বাম পাশে রবিউল ইসলাম (৫) নামের শিশুকে সজোরে আঘাত করে আইল্যান্ডে ফেলে জিপটি দ্রুত গতিতে পালানোর সময় জনতার রোষানলে পড়ে। এসময় গাড়ি এবং গাড়ির ড্রাইভারকে আটক করা হয়। এদিকে আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সোয়া ৬টার সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আটক গাড়ি ও গাড়ির চালক মো. জুলহাসকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট