চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাধনপুর স্কুলে সততা স্টোর উদ্বোধনকালে ইউএনও

নৈতিকতা ও দায়িত্বশীলতার চর্চা হবে শিশু বয়স থেকে

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

৫ মে, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে সম্প্রতি। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেন আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেছেন, কোমলতি শিক্ষার্থীদের সততার মাধ্যমে ক্রয়-বিক্রয়ের যে শিক্ষা দেয়া হচ্ছে, তা দেশে বিরল। এ উদ্বোধনের উদ্যোগে নৈতিকতা ও দায়িত্বশীলতার চর্চা হবে শিশু বয়স থেকে। বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি কে.এম সালাহ উদ্দীন কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইশতিয়াক আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাপস কুমার নন্দী, সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি মোরশেদ আহমেদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অসীত সেন, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শান্তুনু রায় সুজন, বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ মিত্র চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রেমানন্দ চৌধুরী, ওবায়দুল হক, প্রধান শিক্ষক ঋষিকেষ ভট্টাচার্য ও স্টুডেন্ট কেবিনেট প্রধান সাকিব হোসেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট