চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আড্ডা-আনন্দে স্মৃতি রোমন্থন চট্টগ্রাম কলেজ ৮৭ ব্যাচের

নিজস্ব প্রতিবেদক

২ জুলাই, ২০২৩ | ৬:০১ অপরাহ্ণ

পুরনো সহপাঠীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলার ডালিয়া হলে জড়ো হয়েছিল চট্টগ্রাম কলেজের ১৯৮৭ ব্যাচের শিক্ষার্থীরা। চায়ের কাপ ঘিরে ছাত্রজীবনের সেই আড্ডায় ফিরতে পেরে পুরনোদের চোখ-মুখে ঝিলিক দিয়ে গেল অতীতকে ছুঁয়ে দেখার উচ্ছ্বাস। ঈদের পরদিন বিকেল পাঁচটায় শুরু হয় ৮৭ ব্যাচের ঈদ পুনর্মিলনীর আয়োজন। একে একে যোগ দিল সকল বন্ধুরা। তাদের কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। আবার কেউ সেনা কর্মকর্তা, কেউবা ব্যাংকার কিংবা সাংবাদিক। তবে তাদের কর্মকাণ্ড দেখে বোঝার উপায় ছিল না তারা পদস্থ কেউ।

 

দল বেঁধে ক্যামেরাবন্দি হয়েছেন অনেকে, কেউ আবার বন্ধুর কাঁধে হাত রেখে স্মৃতিকে বন্দি করেছেন সেলফির ফ্রেমে। অনুষ্ঠানের ফাঁকে চলে খাওয়া-দাওয়া। হৈ-হুল্লুড় আর নাচ গানে সকলেই মেতে উঠে, ফিরে যেতে চায় সেই কলেজ জীবনে।

 

অনুষ্ঠানের শুরুতে কলেজ জীবনের স্মৃতিচারণ করেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি আমেনা বেগম ও বিমা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরী। এরপরই চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক সুমনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

আসিফুল হক চৌধুরী, রিয়াসাত সুমন ও সালাউদ্দিন মামুনের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনীতে অংশ নেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি আমেনা বেগম, বিমা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (সার্জারি) অধ্যাপক সাইফুল ইসলাম, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদা, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইব্রাহীম, বিআইটিআইডির ডা. মামুনুর রশীদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নাক কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফুদ্দিন, অধ্যাপক ডা. জসীম উদ্দিন, ডা. মোহাম্মদ ইউসুফ, ডা. সোহরাওয়ার্দী, সিভিল সার্জন ডা. শিহাব, ডা. মহিউদ্দিন আলমগীর, ডা. তোফাজ্জল হোসেন, ডা. মেজবাহ উদ্দিন, ডা. শিমুল ভৌমিক, শিল্প উদ্যোক্তা সৈয়দ মুহাম্মদ নাসির, আনসার ও ভিডিপির উপ-পরিচালক আজিম উদ্দিন, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, পিডিবির সুপারিনেটন্ডেন্ট প্রকৌশলী আফসার উদ্দিন ও প্রকৌশলী কমরুদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ ফোরকান, ব্যাংকার আসিফুল হক চৌধুরী, মুহাইমিনুল কাদের নোয়েল, হাসিবুল আলম মাসুদ, রেজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শহীদুল হক, চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক কবীর আহমেদ, অধ্যক্ষ ফজলুল হক, দৈনিক বাংলার চিফ রিপোর্টার মোর্শেদ নোমান, ফখরুল ইসলাম, আরিফ, দৈনিক পূর্বকোণের মহাব্যবস্থাপক মোজাম্মেল জিলানী, পূর্বদেশের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম, কানাডা প্রবাসী জয়দীপ, সাহাবুদ্দিন, হামদান কাশেম চৌধুরী, প্রবাল রক্ষিত, ইয়াছিন সেলিম, বেলিসিমা অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক ইসমত জাহান মুন্নী, মিতু, নিপা, রুবিনা, লাজবন্তী বুটিকের স্বত্বাধিকারী চুমকি।

 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট